টিসিবি’র পণ্য বিক্রয়ে অনিয়ম, পণ্যসহ ট্রাক জব্দ!

নাটোরের লালপুরে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রয়রে সময় পণ্য সামগ্রী না থাকায় পণ্যসহ বিক্রয়ের কাজে ব্যবহৃত ট্রাকজব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে গোপালপুর পৌরসভার আজিমনগর রেলওয়ে স্ট্রেশন এলাকায় টিসিবির পণ্য বিক্রয়ের সময় নিয়ম অনুযায়ী পণ্য না পেয়ে টিসিবির পণ্যসহ ট্রাক জব্দ করেন লালপুর উপজেলা নির্বাহী উম্মুল বানীন দ্যুতি।

আরো পড়ুন :
পুঠিয়ায় ঢাকা ফেরৎ গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত
দুমকিতে ঈদ মার্কেট বন্ধ, অর্ধশতাধিক কাপড়ের দোকান সিল
প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিলেন শিবগঞ্জ গ্রাম পুলিশ

স্থানীয় সূত্রে জানাগেছে, ‘গত কয়েক দিন থেকে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের সময় নিয়ম অনুসারে কম রাখা হচ্ছে, মঙ্গলবার সকাল স্ট্রেশন এলাকায় টিসিবির পন্য বিক্রয় করতে আসলে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল থকে ডিলার শরিফুল ইসলাম কার্তিক কে ফোনে জিজ্ঞাসা করে টিসিবির পণ্য সামগ্রী কম আছে কি না..? জবাবে তিনি বলেন আমাদের কোন পণ্য কম নেই।’

পরে তাদের সন্দেহ হলে তারা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে তদন্ত করার সময় বোতলজাত ৩৮ লিটার সয়াবিন তেলসহ, ৬০ কেজি পিঁয়াজ নিয়ম অনুসারে কম পাওয়া যায়। এছাড়া যেখানে ১৬ বস্তা চিনি থাকার নিয়ম থাকলেও খালি চিনির ১৭ টি বস্তা দেখানো হয় আর ডাউলের হিসাব পাওয়া যায়নি। পরে বিষয়টি তদন্ত করে পণ্য সামগ্রী না থাকায় ট্রাকসহ মালামাল জব্দ করে লালপুর থানায় হস্তাতর করেন ইউএনও।

লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ‘ডিলারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পৌর এলাকায় খোলাবাজারে টিসিবির পণ্য সমগ্রী বিক্রয়ে অনিয়ম হওয়ায় পণ্যসহ ট্রাক জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান ।’
তবে মেসার্স আল আমিন টেডার্সের মালিক শরিফুল ইসলাম কার্তিক দাবি করেন, কার্টুনের হিসেবে ১৯ বোতল তেল কম পাওয়া গেলেও আসলে সেসব তেল বিক্রি করা হয়েছে। কোন অনিয়ম হয়নি।’

মে ১৯, ২০২০ at ১৭:৫৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এএডি