জয়পুরহাটে নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত

জয়পুরহাটে একদিনে সর্বোচ্চ ২৮ জনের শরীরে করোনাভাইরাস ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৪ জনে।

সোমবার জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন জানান, পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো নমুনা থেকে ৫৫৩টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ২৮ জনের রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়। ২৮ জনের মধ্যে সদর উপজেলায় ৬ জন, কালাইতে একজন, ক্ষেতলাল উপজেলার ৯ জন, পাঁচবিবিতে ২ জন ও আক্কেলপুর উপজেলায় ১০ জন।

আরো পড়ুন :
সাংবাদিকের উপর হামলার ঘটনায় মাদ্রাসার সভাপতি ও সুপারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
উন্মুক্ত লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহ
“সেই আমরা গ্রুপ” এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন

করোনা যুদ্ধে জয়লাভ করায় আজকেও ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় করোনা মুক্ত হলো ৩৩ জন। আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা রোগীদের বর্তমানে শারীরিক অবস্থা ভাল বলে জানান, সিভিল সার্জন ডা: সেলিম মিঞা।

মে ১৮, ২০২০ at ১৬:৫১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএম/এএডি