করোনা যুদ্ধে বিজয়ী শিশু তৌহিদকে ঈদ সামগ্রী দিলেন হুইপ স্বপনের কন্যা

জয়পুরহাটে করোনা যুদ্ধে বিজয়ী শিশু তৌহিদকে নিজের জমানো টাকা দিযুহতলে ইদ সামগী কিনে তার বাসায় পৌছে দিলেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের কন্যা নুযাইমা মাহমুদ। শনিবার দুপুরে হুইপের কন্যার দেওয়া এই উপহার সামগ্রী শিশু তৌহিদের বাসায় গিয়ে তার হাতে তুলে দেন পুরানাপৈল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত।

আরো পড়ুন :
কেশবপুরে জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
পটুয়াখালীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
ফরিদপুর চিনিকলে বকেয়া বেতন ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল

কিছুদিন আগে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের হেলকুন্ডা আদর্শ পাড়া গ্রামের এই শিশু তৌহিদের করোনা শনাক্ত হয়। আর তারপরপরই শিশু তৌহিদকে চিকিৎসার জন্য নেওয়া হয় গোপীনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে সেফ অতিথিশালা ইউনিটে।

আর সেখানেই ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম আর তাদের সার্বিক তত্বাবধায়নে শিশুটি দ্রুত সুস্থ হয়ে গতকাল বাড়ি ফিরে আসে। আর এই খবর পেয়েই ইদের কেনাকাটা করার জন্য নিজের জমানো টাকা থেকে নুযাইমা মাহমুদ শিশু তৌহিদের জন্য এসব ইদ সামগ্রী কিনে তার বাড়িতে পাঠিয়ে দেয়। এসব ইদ সামগ্রী হাতে পেয়ে খুশি তৌহিদ ও তার পরিবার।

এদিকে শিশুটি চিকিৎসাধিন থাকাবস্থায় তার পরিবারের যাবতীয় চালু, ডাল,পিয়াজ, আটাসহ যাবতীয় খাদ্য সামগ্রী তার বাসায় গিয়ে পৌছে দেন স্থানীয় চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত।
তৌহিদের এই সুস্থ হওয়াতে ওই এলাকার মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

মে ১৬, ২০২০ at ১৭:০২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএম/এএডি