পটুয়াখালীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

গরীব কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে পটুয়াখালীর ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকালে পটুয়াখালীর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের করমঞ্জা তলা গ্রামের গরীব কৃষক মোঃ মিজানের ৬ কাঠা জমির ধান কেটে দেন তারা।

আরো পড়ুন :
তালতলীতে ৯ বছরের শিশুকে বলাৎকার, থানায় মামলা
রাণীনগরে মহিলা শ্রমিকের লাশ উদ্ধার
করোনা : দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ জন, শনাক্ত ৯৩০ এবং সুস্থ হয়েছেন ২৩৫ জন

পটুয়াখালী ছাত্রলীগের সহ-সভাপতি হৃদয় আসীষের নেতৃত্বে¡ ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কেটে দেন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকের পাশে থাকতে বলেছেন এবং অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশে সারাদেশের মতো পটুয়াখালীতে ছাত্রলীগের কর্মীরা ধান কাটা শুরু করেছে।

কৃষক মোঃ মিজান বলেন, করোনার কারনে শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তবে দুশ্চিন্তা থেকে মুক্তি পেলাম এইসব ছেলেদের জন্য। শেষপর্যন্ত এরাই আমার ধান কেটে বাড়ি পর্যন্ত পৌছে দিলো।

মে ১৬, ২০২০ at ১৬:৫১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসসি/এএডি