স্বাস্থ্যবিধি মেনে না চলায় সিরাজগঞ্জে ৮৫ জনকে জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় সিরাজগঞ্জে ৮৫ জনকে ৬৪ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মে) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে শুক্রবার (১৫ মে) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর ও বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসব অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ৬৭টি মামলায় ৮৫ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৬৪ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে।

আরো পড়ুন :
১৭ মে থেকে যে কেউ চাইলে শুটিংয়ে অংশ নিতে পারবেন
করোনা চিকিৎসায় শতভাগ কার্যকর অ্যান্টিবডি আবিষ্কারের দাবি সোরেন্টো থেরাপিউটিকসের
তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজাসহ নাসির বিড়ির চালান আটক

তিনি আরও জানান, গত ৫২ দিনে ৩৫৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৭৫ মামলায় ২২৬৫জনকে বিভিন্ন পরিমাণে মোট ৪২ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মে ১৬, ২০২০ at ১৪:২০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এএডি