জয়পুরহাটে অসহায়দের মাঝে কানাডার বিবেক ফাউন্ডেশনের অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান

জয়পুরহাটে করোনা পরিস্থিতিতে অসহায়দের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের মাদ্রাসা মাঠে কানাডার বিবেক ফাউন্ডেশনের অর্থায়নে ও ‘জয়পুরহাট করোনা যুদ্ধে আমরা’ ও জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র সহযোগিতায় দুই শতাধিক অসহায়ের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন সহকারি কমিশনার (ভূমি) রকিবুল হাসান।

আরো পড়ুন :
শিবগঞ্জের দেউলী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ : ক্ষুদ্ধ এলাকাবাসী
শিবগঞ্জে কবরস্থানের সীমানা প্রাচীর ভাঙ্গা ও যাতায়াতের রাস্তা নিয়ে উত্তেজনা
রামেক হাসপাতালে মারা যাওয়া বৃদ্ধের পরিচয় পাওয়া যাচ্ছে না

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, করোনা যুদ্ধে আমরা’র সমন্বয়কারী তিতাস মোস্তফা, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যমুনাটিভির স্টাফ রিপোর্টার আবদুল আলীম মন্ডল, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, বিটিভির জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ মতিন, করোনা যুদ্ধে আমরা’র সেচ্ছাসেবী তমাল, সজীব, সোহাগসহ অন্যরা।

এছাড়াও সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ইফতার সামগ্রী বিতরন করে ‘করোনা যুদ্ধে আমারা’ ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি।

মে ১৪, ২০২০ at ২০:৫৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এলএম/এএডি