ধান কেটে কৃষকের সহযোগিতা করলেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে এবং যশোরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী ও কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের অনুপ্রেরণায় কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ ষষ্ঠ দিনের ন্যায় মঙ্গলবার কৃষকের ২ বিঘা জমিতে ধান কেটে সহযোগিতা করছেন।

আরো পড়ুন :
আবারো বাড়তে পারে সাধারণ ছুটি
গত ৩৫ দিনে ভারতে আটকে পড়া ৩৩৫৪ জন বাংলাদেশী দেশে ফিরেছেন
কমলনগরে স্কুল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

উপজেলার পরচক্রা গ্রামের মতিয়ার মোড়ল জানান, করোনা ভাইরাসের কারণে ধানকাটা শ্রমিক সংকট দেখা নিয়েছে। ক্ষেতের পাঁকা ধান কাটা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। বিষয়টি অবগত হয়ে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্নার নেতৃত্বে ছাত্রলীগনেতা রাব্বি, রিয়াদ, সজীব, রায়হান, রিপন, সোহাগ, রাসেল, সাগর, কৌশিক, ফারুক, আলতাপ, জাহাতাপ, শাহীন, মহিবুল্লাহ, হাবিবুল্লাহ, শহীদ, তুহিন, বাদশা, হালিম, হাকিম, হাসান, হোসেন, আল আমিন রিপনসহ বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের অর্ধশত নেতৃবৃন্দ গতকাল তাঁর ২বিঘা জমির ধান কেটে আমাকে সহযোগিতা করেছেন।

এব্যাপারে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন মুন্না জানান, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আহ্বানে তাঁর নেতৃত্বে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ কৃষকের পাশে দাঁড়িয়েছে। তাছাড়া দেশের যে কোন সংকটে ছাত্রলীগ দেশবাসির পাশে আছে, থাকবে।

মে ১২, ২০২০ at ১৮:০১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এএডি