সিরাজগঞ্জে করোনায় মৃত নারীর ছেলে-মেয়ে আক্রান্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এক নারীর (৫৩) ছেলে মেয়েও করোনায় আক্রান্ত হয়েছে। তবে ওই পরিবারের বাকি তিন জনের নমুনা নেগেটিভ এসেছে।

সোমবার (১১ মে) বিকেলে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আলামিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন :
কেশবপুরে কৃষদের ধান কেটে সহযোগিত করল কৃষকলীগ
কেশবপুরে কৃষকের ধান কেটে সহযোগিত করল পৌর ছাত্রলীগ
কেশবপুর বালিয়াডাঙ্গায় জামে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

ডা. আলামিন হোসেন জানান, গত সোমবার (৩ মে) ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারীর মেয়ের (১৯) শরীরে আগে থেকেই করোনা পজিটিভ ছিল। রোববার রাতে তার ছেলের (২২) নমুনা পরীক্ষা করা হলে তারও করোনা পজিটিভ এসেছে। ফলে ভাই বোনকে সদর উপজেলার বাগবাটি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে বলে তিনি জানান।

এর আগে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সেবাযত্ন করতে গিয়ে তার মেয়েও গত ২৭ এপ্রিল করোনায় আক্রান্ত হন। গত সোমবার (৩ মে) রাতে মারা যান ওই নারী। মঙ্গলবার (৪ মে) ভোরে নিজ বাড়িতে তথ্য গোপন করে উল্লাপাড়া পৌর এলাকার কবরস্থানে দাফন করা হয়।

মে ১১, ২০২০ at ১৭:৩০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এএডি