সলঙ্গায় পিস্তল ও গুলিসহ যুবক আটক

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩টি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১৩টি গুলিসহ লিটন হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। আটক লিটন হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।

আরো পড়ুন :
কয়েকদিনের মধ্যেই বাজারে আসবে দেশেই উৎপাদিত করোনার ওষুধ ‘রেমিভির’ !
করোনায় আক্রান্ত হয়ে বিদেশে ৪৭২ বাংলাদেশির মৃত্যু
করোনাকে জয় করে ঘরে ফিরলেন দুলাল মিয়া

শনিবার (৯ মে) সকালে জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, শুক্রবার (৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি ৯এমএম, দুইটি ৭.৬২ এমএম পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১৩টি গুলিসহ লিটন হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৯ মে) আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

মে ০৯, ২০২০ at ১০:৩৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এএডি