আটককৃত সরকারি চাল পেলেন ৫০৫ কর্মহীন পরিবার

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের মাধ্যমে আটককৃত সরকারি চাল করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পরা ৫০৫ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১ঘটিকায় শিবগঞ্জ থানা চত্ত্বরে থানা পুলিশের আয়োজনে করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পরা ৫০৫ হতদরিদ্র পরিবারের মাঝে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া থেকে কালোবাজারি করার দায়ে উদ্ধারকৃত খাদ্য বান্ধব কর্মসূচীর ১০২ বস্তা চাল (৫১০০ কেজি) বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে ৫০কেজি চাউল নমুনাস্বরূপ রেখে বাকী ৫০৫০ কেজি চাল বিতরণ করা হয়।

আরো পড়ুন :
মাগুরায় ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান
ম্যাডোনার শরীরে মিলল করোনার অ্যান্টিবডি!
শার্শায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

১০ কেজি চালে সাথে ২ কেজি আলু যোগ করে ১২ কেজির প্যাকেট ৫০৫ প্যাকেট খাদ্য সামগ্রী পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে সংশ্লিষ্ট অফিসারদের মাধ্যমে বিতরণ করা হয়। উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বিপিএম (বার)। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরাত-ই-খুদা শুভ, শিবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডল, এসআই মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, সাহেব গণিসহ শিবগঞ্জ থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।

মে ০৩, ২০২০ at ১৪:৩২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরই/এএডি