ভারতে আজ করোনা হাসপাতালের ওপর গোলাপের পাপড়ি ছড়াবে বিমান

করোনা যুদ্ধে ফ্রন্ট লাইনে রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। যুদ্ধ পরিস্থিতি একই আছে। শুধুমাত্র উর্দির রং পাল্টেছে। ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সমরে লড়ছেন চিকিৎসকেরা। সেই লড়াকু মনোভাবকে সম্মান জানাতে রবিবার ভারতের চিকিৎসকদের সম্মান জানাতে প্রস্তুত ইন্ডিয়ান আর্মি।

চিকিৎসক, নার্সদের সম্মানে রবিবার করোনা হাসপাতালগুলোর ওপর ফুলের বৃষ্টি ঝরাবে ইন্ডিয়ান এয়ারফোর্স। শুধুমাত্র বিমানবাহিনী না। চিকিৎসকদের কুর্নিশ জানাবে জল-স্থল বাহিনীও।
সমুদ্রের উপকূলে নোঙর করা জাহাজগুলি চিকিৎসকদের প্রতি সম্মান জানাতে আলোকমেলায় সজ্জিত করা হবে। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের সম্মান জানাবে ভারতীয় স্থলবাহিনীও।

চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত শনিবার জানিয়েছেন, করোনা যোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করতে গোলাপের পাপড়ি বর্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আকাশপথে কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং উত্তর-পূর্বের আসাম থেকে গুজরাটের কচ্ছ পর্যন্ত উড়ে যাবে সেনার বিমানগুলো। এ সময় কোভিড হাসপাতালের ওপর গোলাপের পাপড়ি ছড়াবে বিমান। সূত্র: কলকাতা২৪

মে ০৩, ২০২০ at ১০:১৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিপি/এএডি