সিরাজগঞ্জ সদর থানায় জীবানুনাশক কক্ষ স্থাপন

করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণরোধে আজ সিরাজগঞ্জ সদর থানায় স্থাপন করা হলো জীবানুনাশক কক্ষ।

শনিবার (০২ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না জীবানুনাশক এই কক্ষটির উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রায়পুরে কাঁচাবাজার স্থানান্তর
করোনাযুদ্ধেও এক যোদ্ধার ভুমিকা রেখে যাচ্ছেন সোহেল আহমেদ
শিবগঞ্জে চৌধুরী পরিবারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম বলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার অর্থায়নে জেলা সদরে তিনটি জীবানুনাশক কক্ষ স্থাপন করা হয়েছে। এর মধ্যে সদর থানায় একটি এবং বাকি দুটি স্থাপন করা হয়েছে পুলিশ লাইন্সে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, করোনা সংক্রমণরোধে থানায় প্রবেশ ও বর্হিগমণকারিদের জন্য এই জীবানুনাশক কক্ষ স্থাপন করা হলো।

মে ০২, ২০২০ at ১৭:০৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এএডি