টানা দুইদিন যশোরে করোনা আক্রান্ত রোগী নেই

গত ২৪ ঘণ্টায় যশোরে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যশোর থেকে পাঠানো ৭৫টি নমুনা পরীক্ষা করে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন।

আরো পড়ুন :
টনসিলের যত্ন নেবেন কিভাবে ?
শার্শায় শুরু হয়েছে পদ্ম ফুলের চাষ, করোনার থাবায় পন্ড কৃষকের স্বপ্ন
কর্মহীন ৫শ পরিবারের মুখে হাসি ফোটালেন আ’লীগ নেতা শাহাদত হোসেন বুদ্ধিন

তিনি জানান, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে এখন খুলনা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরের ৭৫ টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। এর আগের দিন ৪১টি নমুনার মধ্যে একটি নমুনা পজেটিভ আসে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আশঙ্কাজনকহারে যশোরে করোনা রোগী শনাক্ত হয়। যাদের অধিকাংশের শরীরে কোন উপসর্গ নেই।

মে ০২, ২০২০ at ১২:৪৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএ/এএডি