চৌগাছায় আরো ১ জন মেডিকেল অফিসারের দেহে করোনাভাইরাস শনাক্ত

লকডাউনের কোন প্রভাব পড়েনি যশোরের চৌগাছায় উপজেলায়, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। চৌগাছায় বুধবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার নতুন করে হাসপাতালের ১ জন মেডিকেল অফিসারের দেহে করোনা ভাইরাস সনাক্তের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে হাসপাতালটির ৩ জন নার্স ও ১জন ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়।এ পর্যন্ত হাসপাতালটিতে মোট ২ জন ডাক্তার ও ৩জন নার্স করো ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার চৌগাছা উপজেলায় এ পর্যন্ত ১২ জন রোগীর দেহে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন :
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ১ শিশু নিহত
পেট্রাপোলে আটকা পড়েছে কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক
৮ মাসের শিশুকে গলাকেটে হত্যার ঘটনায় মা আটক

চৌগাছা উপজেলায় এক মাসেরও বেশি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন, প্রথম প্রথম উপজেলাবাসী কঠোর ভাবে লকডাউন মানলেও কয়েকদিন পরে সেই আগের অবস্থায় ফিরে গেছে। করোনা ভাইরাস খুব দ্রুত যশোর জেলায় ছড়িয়ে যায় ফলে জেলা প্রশাসক সারা জেলাকে অনিদিষ্ঠ কালের জন্য লকডাউর ঘোষণা করেন।কঠোর ভাবে সারা জেলায় লকডাউন মানা হলেও চৌগাছায় একটু ভিন্নি চিত্র লক্ষ করা যাচ্ছে।মানুষ জন কাজে অকাজে স্বাভাবিকভাবে বাজারের ঘুরে বেড়াচ্ছেন। বাজারের দোকানপাট ও খোলা রয়েছে আগের মত।উপজেলাতে করোনা সংক্রমণ এতো দ্রুত ছড়িয়ে পড়লেও মানুষের মাঝে কোন পরিবর্তন হয়নি। বুধবার চৌগাছা বাজারের যেয়ে দেখা যায়, বাজারে প্রচুর লোকের ছড়াছড়ি, প্রশাসনের চোখ ফাঁকিদিতে এক শ্রেনির ব্যবসায়ি খুব সকালে এসে দোকান খুলে বেচাকিনা করছেন,মানছেন না কোন নিরাপদ দূরত্ব ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।

এপ্রিল ২৯, ২০২০ at ১৪:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমইস/এএডি