লকডাউনের মধ্যেও এলেন আরও ৩০ জন, আতঙ্কিত রাজশাহীবাসী

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রবেশ ঠেকাতে গত ১৪ এপ্রিলেই রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। কঠোর অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তারপরেও প্রতিদিন বিভিন্ন জেলা থেকে রাজশাহী আসছেন মানুষ। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে প্রবেশ করেছেন নতুন ৩০ জন।

গতকাল মঙ্গলবার সকাল ৮টার মধ্যে নতুন এই ৩০ জন রাজশাহীতে প্রবেশ করেন। এদের মধ্যে ঢাকা থেকে ৮ জন, নারায়ণগঞ্জ থেকে ১ জন, নওগাঁ থেকে ৫ জন, পাবনা থেকে ১১ জন, গাজিপুর থেকে ৪ জন এবং সিরাজগঞ্জ থেকে এসেছেন ১ জন। এদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৮ জন, বাঘায় ১০ জন এবং তানোরে ১২ জন অবস্থান করছেন।

আরো পড়ুন :
ছাত্রলীগের মানবিকতায় কৃষকের স্বস্তি
অসহায়দের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করলেন ইঞ্জি: মাসুম
এ কেমন আচরণ শিক্ষকের !

নতুন এই ৩০ জনের রাজশাহীতে প্রবেশ নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক। তিনি জানান, রাজশাহীতে গত ২৪ ঘন্টায় নতুন আরো ৩০ জন এসেছেন। তাদের হোম কোয়ারেন্টাইন রাখা হয়েছে।

গত মার্চ মাস থেকে এই পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে ছিলো ১ হাজার ৫৬৮ জন। এদের মধ্যে ১৪ দিন পুর্ণ হয়ে যাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে ১ হাজার ২০৪ জনকে। রাজশাহীতে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছে ৩৬৪ জন। জেলায় এখন করোনা আক্রান্ত রোগির সংখ্যা আটজন।