যশোরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে খুন, জখম ২

জেলা শহরের খড়কি এলাকায় বড় আল আমিন (২৪) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এসময় আরও দুই জনকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বড় আল আমিন শহরের খড়কি এলাকার আলমগীর হোসেনের ছেলে। আহতরা হলেন একই এলাকার আব্দুল খালেকের ছেলে ছোট আল আমিন (২২) ও ইফাজতুল্লাহ সরদারের ছেলে সাহেব আলী (৪৫)।

আহত ছোট আল আমিন জানিয়েছেন, বড় আল আমিন খড়কি এলাকার সিরাজ ও শরিফের কাছে বালু বিক্রি করেন। রাত ৯টার দিকে তারা তিনজন বালু বিক্রির সাড়ে ১৭ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় খড়কি কবরস্থান মসজিদ মোড়ে পৌঁছালে একই এলাকার জামাল, হিরা, পিন্টু, বিপুল, লিটন, তরিকুলসহ ১০/১২ জন তাদের গতিরোধ করে এবং তিনজনকেই কুপিয়ে জখম করে।

তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বড় আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা রেফার করা হয়।

নিহতের খালা আকলিমা বেগম বলেন, বড় আল আমিনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই সে মারা যায়।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে অংশ নেওয়াদের চিহ্নিত করা হয়েছে। তাদের আটকে পুলিশে অভিযান শুরু করেছে।

এপ্রিল ০২, ২০২০ at ১৪:৫৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিটি/তআ