করোনা প্রতিরোধ সচেতনতা বাড়াতে চৌগাছায় ডিসি-এসপির নেতৃত্বে মহড়া

যশোরের চৌগাছায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরাধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল পনে ছয়টায় উপজেলা পরিষদ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়কে এই মহড়া প্রদান করেন তারা। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ ও পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হাসান মহড়ায় নেতৃত্ব প্রদান কররেন।
আরও পড়ুন: রাজশাহীতে ২৪ ঘণ্টায় আরও ৫৭ জন হোম কোয়ারেন্টিনে

অন্যান্যের মধ্যে চৌগাছা উপজলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল, সহকারি কমিশনার (ভূমি) নারায়ণ চদ্র পাল, চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতি ও চৌগাছা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবাদত হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আজিজুর রহমান এ্যাডমিরাল, ব্যবসায়ী ও করোনা ফ্রি চৌগাছার উদ্যোক্তা ব্যবসায়ী হাসিবুল ইসলাম হাসিব, প্রভাষক হারুন অর-রশীদ, তরিকুল ইসলাম প্রমুখসহ সেনা, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা অংশ নেন।

মহড়ার পরপরই সেনা সদস্যদের বহনকারী দুটি গাড়িতে করে মাইকে বিভিন্ন নির্দশনামূলক প্রচারণা করেন।

দেশদর্পণ/এমআই/এসজে