মণিরামপুরে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

মণিরামপুরে পৃথক স্থান থেকে দুইটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পৃথক ঘটনায় মণিরামপুর থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিতহ দুই ব্যক্তি হলেন- উপজেলার পাঁচাকড়ি গ্রামের বিকাশ বিশ্বাসের ছেলে দ্বাদশ শ্রেণির ছাত্র রাজু বিশ্বাস এবং আটঘরা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী দুই সন্তানের জননী রাবেয়া খাতুন।

নেহালপুর ইউপি চেয়ারম্যান নাজমুস সাদাত বলেন, তিনদিন আগে রাজুর সাথে তার মায়ের বকাবকি হয়। তখন ছেলের ওপর রাগ করে বাবার বাড়িতে চলে যান তিন। পরে আর তিনি না ফেরায় সোমবার রাতে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাজু।
আরও পড়ুন: আগুনে পুড়ে রান্না ঘরেই অঙ্গার হলেন গৃহবধু টুকটুকি

মণিরামপুর থানার ডিউটি অফিসার এসআই শাহিনুর ইসলাম জানান, মঙ্গলবার সকালে রাজুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এদিকে টাকা পয়সার লেনদেন নিয়ে স্বামীর সাথে অভিমান করে মঙ্গলবার সকালে একই উপজেলার আটঘরা গ্রামে নিজ ঘরের আড়ার সাথে শাড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাবেয়া বেগম নামে দুই সন্তানের জননী। খবর পেয়ে দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তারিকুল ইসলাম৷

দেশদর্পণ/বিএইচ/এসজে