যশোরে দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য বিতরণ

করোনার কারণে রিকশা চালক, ছোট চায়ের দোকানদার, জুতা পালিশকারীসহ শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে একাত্তরের ঘাতক দলাল নির্মুল কমিটি যশোর শাখার উদ্যোগে এই খাবার বিরতণ করা হয় সুরধুণী সঙ্গীত একাডেমি প্রাঙ্গণে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হারুন অর রশিদ, সাধারন সম্পাদক সাজেদ রহমান, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, এ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অর্ধেদ্ধু ব্যানার্জী প্রমুখ।
আরও পড়ুন: করোনাভাইরাস: ছুটির মেয়াদ বাড়ল

এছাড়া দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে যশোরের বিভিন্ন সংগঠন। আজ দুপুরে যশোরের তালবাড়িয়োয় আবির ম্যানুফ্যাক্সারিং এর পক্ষ থেকে ৫শ পরিবারের মাঝে চাল, ডাল, আলু সাবান ও তেল বিতরণ করা হয়েছে। এছাড়া শহরের পালবাড়ি এলাকায় এম এম কলেজ ছাত্রলীগ এবং দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।

দেশদর্পণ/একে/এসজে