আগুনে তিন কৃষকের বাড়ি পুড়ে ছাই, আহত ১

নাটোরের লালপুর উপজেলার বামনগ্রাম এলাকার রনি, জনি ও খোয়াজ নামের তিন কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কৃষক জনির স্ত্রী আন্নি খাতুন (২০) আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাত দুইটার দিকে উপজেলার এবি ইউপির বামন গ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ক্রিকেট খেলায় বাঁধা দেওয়ায় যুবককে মারপিট

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাত দুইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে রনি, জনি ও খোয়াজের তিনটি টিনের ঘরে লেগে যায়। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে, তবে তিনটি ঘর ও ঘরের মধ্যে থাকা আসবাবপত্রসহ সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিন কৃষকের প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষতিহয়েছে বলে জানিয়েছেন ভুক্তভুগি পরিবার।

এবি ইউপির চেয়ারম্যান আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশদর্পণ/এআরটি/এসজে