বিভিন্ন চায়ের দোকানে উপচে পড়া ভিড়, স্বাস্থ্য ঝুঁকিতে পল্লীর মানুষ

যশোরের চৌগাছার পল্লীর বিভিন্ন চায়ের দোকানে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পল্লী এলাকার সাধারণ মানুষ। চায়ের দোকান খোলা না রাখতে সরকারি বিধি নিষেধ থাকলেও এ আইন মানছেনা উপজেলার হাকিমপুর, সিংহঝুলি, নারায়ণপুর, চৌগাছা সদর, ধুলিয়ানী, জগীদেশপুর ইউনিয়নের কয়েকশত চায়ের দোকান ব্যবসায়ীরা।

সরেজমিন উপজেলার কয়ারপাড়া, চৌগাছা বাজার, টেঙ্গুরপুর, হাজরাখারা, বাটিকামারি, চাঁদপাড়া, ফাঁসতলা, গুয়াতলী, বড়খানপুর, বাজেখানপুর গ্রামে যেয়ে দেখা যায়, বিকাল হবার সাথে সাথে সরকারি বিধি নিষেধ না মেনে চায়ের দোকানে ব্যাপক ভিড় এবং একই সাথে চলছে টিভি দেখা আড্ডা দেওয়া। ভিড় দেখে মনে হচ্ছে এটা কোন সাপ্তাহিক হাট-বাজার।
আরও পড়ুন: কোন জিনিসে কতদিন বাঁচে করোনাভাইরাস?

করোনা ভাইরাস সব থেকে চায়ের দোকান থেকে বেশি ছড়াতে পারে তাই আগে ভাগেই এই দোকান গুলো বন্ধ ঘোষনা করা হয়েছে। অনেকের ধারণা করোনা ভাইরাসের বর্তমানের সব থেকে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে পল্লীর মানুষ। এর প্রধান কারণ সরকারি নির্দেশ না মেনে বাজার-ঘাটে চলা ফেরা করা। এক সাথে অনেক জন এক জায়গায় বসে আড্ডা দেওয়া এবং একই পাত্রে অনেক জন চা পান করা।

দেশদর্পণ/এমআই/এসজে