হজ্বক্যাম্পে কোয়ারেন্টাইনে ইতালিফেরত শতাধিক যাত্রী

ইতালির রোম থেকে দেশে ফিরেছেন শতাধিক বাংলাদেশি। ইতালিফেরত শতাধিক যাত্রী আশকোনা হজ্বক্যাম্পে কোয়ারেন্টাইনে যাচ্ছে। বিকালে আরও দুটি ফ্লাইট আসবে ইতালির। তাদেরকেও হজ্বক্যাম্পে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

শনিবার (১৪ মার্চ) সকাল ৮ টায় দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৫৮২) ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: প্রাণঘাতী করোনা: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

তিনি বলেন, থার্মাল স্ক্যানারে স্ক্রিনিংয়ে ইতালিফেরত ১৪২ জন যাত্রীর কারও গায়ে জ্বর ধরা পড়েনি। ইতালি থেকে রওনা হওয়ার আগেও তাদের জ্বর মাপা হয়েছিল। সেখানেও তারা সুস্থ ছিলেন। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে তাদেরকে আপাতত আশকোনা হজক্যাম্পে পাঠানো হয়েছে।

ইকে ৫৮৬ নামের দ্বিতীয় ফ্লাইটটি ছাড়বে সকাল সাড়ে ১০টায়, পৌঁছাবে বিকাল ৪টা ৫৫ মিনিটে। ইকে ৫৮৪ নামের তৃতীয় ফ্লাইটটি ছাড়বে বিকাল ৪টা ৪৫মিনিটে।। পৌঁছাবে রাত ১১ টায়।

দেশদর্পণ/এসজে