করোনায় মৃত্যুর মিছিল বেড়ে ৩২০০, আক্রান্ত ৯২ হাজার

করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০০ জনে। আক্রান্ত হয়েছে ৯২ হাজার, যার বেশিরভাগই চীনের। চীনের মূল ভূখণ্ডেই অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে। মোট ৭০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস গোত্রের সপ্তম প্রজাতির এ করোনাভাইরাস।

শুধু দক্ষিণ কোরিয়াতেই করোনাভাইরাসে মারা গেছে ৩২ জন এবং আক্রান্ত হয়েছে ৫,৩২৮ জন। ইরানে মারা গেছে ৭৭ জন এবং আক্রান্ত হয়েছে ২ হাজার ৩০০ জন।

এখন পর্যন্ত ৪৮ হাজার ২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। অপরদিকে করোনাভাইরাসে আক্রান্ত ১৩ হাজার ৫৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের জন্য ভিসা বাতিল করেছে ভারত।
আরও পড়ুন: ভারতে করোনার হানা, আতংকিত না হওয়ার আহ্বান

এদিকে করোনা আতঙ্কে রীতিমতো চিন্তায় পড়েছেন ভারতের মানুষ। দেশটির জয়পুরে এক ব্যক্তির দেহে মিলেছে করোনাভাইরাস। এই নিয়ে ভারতে মোট ৬ ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ার খবর পাওয়া গেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯ নামের নতুন এ করোনাভাইরাস। সূত্র: সিএনএন

দেশদর্পণ/এসজে