গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ, নিহত ৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষে বিজিবি এক সদস্য ও একই পরিবারের ৪ সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাগুলির ঘটনায় ৪০ বিজিবির সিপাহী শাওন, আলুটিলা বটতলী গাজীনগরের আবদুল গফুরের ছেলে সাহাব মিয়া (মুছা), সাহাব মিয়ার ২ ছেলে মো. আহমেদ আলী (২৮) ও আলী আকবর ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মো. মফিজ মিয়া নামে একজন মারা যান।
আরও পড়ুন: তাহিরপুরে দুই-পক্ষের সংর্ঘষে কিশোর নিহত

এ ছাড়া গোলাগুলির সময় সাহাব মিয়ার স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে দাবি করেছেন নিহত সাহাব মিয়ার ছোট ভাই আবু বক্কর ছিদ্দিক।

মাটিরাঙ্গা সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম জানান, গোলাগুলির ঘটনায় ৫ জন ও এ ঘটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে ১ জন মোট ৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বিজিবির সদস্য রয়েছেন।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।

সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান জানান, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। অপরাধ করে কেউ পার পাবে না।‘

দেশদর্পণ/এসজে