শিবগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু: থানায় মামলা

বগুড়ার শিবগঞ্জে সংঘর্ষের ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম (৫০) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রেজাউল চাপাচিল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রæয়ারি রাতে উপজেলার পিরব ইউনিয়নের খয়রাপুকুর হাট এলাকায় জনৈক আলহাজ্ব কুদ্দস এর দোকানের পিছনে চাপাচিল গ্রামের বাস সুপার ভাইজার রেজাউল করিম (৫০) সহ জহুরুল ইসলাম, মসলেম উদ্দিন, দুদাল মিয়া আলাপ আলোচনা করার সময় একই এলাকার আমজাদ হোসেন ওরফে মন্টু’র নেতৃত্বে একদল তাদের উপর হামলা করে। হামলায় রেজাউল করিম গুরতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন রাতেই তাকে বগুড়া শজিমেকে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।
আরও পড়ুন: বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় বুধবার  (১৯ ফেব্রæয়ারি) সে মারা যায়। এ ঘটনায় তার ছেলে আতিকুর রহমান বাদী হয়ে আমজাদ হোসেন ওরফে মন্টু কে প্রধান আসামী করে ১৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়া হয়েছে। তবে মামলার আসামীদের অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

দেশদর্পণ/এসএম/এসজে