বাগআঁচড়ায় মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আগামী ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল।
আরও পড়ুন: একই দিনে চসিক-বগুড়া-যশোরের উপনির্বাচন

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব হোসেন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী বিশ্বাস, আবু তালেব সরদার, আব্দুল খালেক খতিব ধাবক, ইউনুস আলী, আবুল হাসেম, আল আমিন, আব্দুর রফিক, মনিরুল ইসলাম মনি, আব্দুল কাদের গাজী, আলহাজ্ব রাজ আলী মিয়া, মতিয়ার রহমান, রওশন আলী, তবিবর রহমান, জিয়াদ আলী, আব্দুল লতিফ মোড়ল, বজলু সরদার, ইদ্রিস আলী সর্দার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল যুবলীগ নেতা মহিদুল ইসলাম, রিয়াজ পারভেজ টিটু, মিজান, আনোয়ার হোসেন, আলমগীর কবির আশা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলামসহ সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক মেহেদি হাসান অপু, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান ছাত্রলীগ নেতা আসলাম সরদার বাপ্পি, স্বাধীন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ।

দেশদর্পণ/এসইআর/এসজে