ঐক্যবদ্ধ আ’লীগ অনেক বেশি শক্তিশালী: শাহীন চাকলাদার

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, কেশবপুর উপজেলা বাসির সুখে-দুখে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরাই আমার প্রাণ। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। ঐক্য বদ্ধ আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। সকল ক্ষেত্রে দলীয় নেতা-কর্মীদের কাজে লাগাতে হবে।

মঙ্গলবার কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
আরও পড়ুন: মধুখালীতে খাদ্যগুদাম নির্মাণ কাজ কবে শেষ হবে কেউ জানেন না

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক দপ্তর সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কোষাধ্যক্ষ স্বপন মুখার্জী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হুসাইন মোহম্মদ ইসলাম, সদস্য যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, সদস্য সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদের মধ্য থেকে গাজী গোলাম সরোয়ার, মাসুদুর রহমান, ইব্রাহীম হোসেন প্রমুখ।

দেশদর্পণ/এসআরএস/এসজে