দৃশ্যমান হল পদ্মা সেতুর ৩ হাজার ৬শ মিটার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতুর ২৪তম স্প্যান বসানোর মধ্য দিয়ে তিন হাজার ৬০০ মিটার দৃশ্যমান হয়েছে।  ‘৩-এফ’ নামের স্পেনটি শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩০ ও ৩১ নম্বর পিলারের উপর বসানো হয়েছে। এর মধ্য দিয়ে দৃশ্যমান হল পদ্মা সেতুর ৩ হাজার ৬শ মিটার। ২৩ তম স্প্যান বসানোর ৯ দিনের মাথায় ২৪ তম স্প্যানটি বসানো হল।

পদ্মা সেতুর উপ সহকারী প্রকৌশলী হুমায়ন কবির জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১ টার দিকে ৩০/৩১ নম্বর পিলারের উপর স্প্যান বসানো হয়। এর আগে চলতি মাসের ২ তারিখে ৩১ও ৩২ নম্বর পিলারের উপর বসানো হয়েছিল ২৩ নম্বর স্পেনটি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে।
আরও পড়ুন: রাবির ভর্তি পরীক্ষায় খাতা না দেখেও সম্মানী ব্যয় ১ কোটি টাকা!

জানা যায়, পদ্মাসেতুর মোট ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৬টির। সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৫১০টি রেল স্ল্যাব বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১৬৫টি স্ল্যাব বসানো শেষ হয়েছে। পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি স্প্যান। এর মধ্যে ২৪টি স্প্যান বসে গেছে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে।

দেশদর্পণ/এসজে