এক নজরে অস্কারের বিজয়ীরা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হচ্ছে। এ পুরস্কারটি অস্কার পুরস্কার হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯ ফেব্রুয়ারি রাত আটটায় (বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা) শুরু হয়েছে অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের আয়োজন।

৯২ তম অস্কারের পুরস্কার করা হয়েছে। এবারের আসরে সেরা ছবি নির্বাচিত হয়েছে দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’ ছবিটি।

এক নজরে অস্কারের বিজয়ীরা

সেরা ছবি: প্যারাসাইট
সেরা নির্মাতা: বং জুন হো
সেরা অভিনেতা: জোয়াকিন ফোনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার (জুডি)
সেরা পার্শ্ব অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারিজ স্টোরি)
সেরা পার্শ্ব অভিনেতা: ব্রাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম … ইন হলিউড)
সেরা প্রোডাকশন ডিজাইন: ওয়ান্স আপন অ্যা টাইম … ইন হলিউড
সেরা ফিচার ছবি: প্যারাসাইট
ফিচার প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি
স্বল্পদৈর্ঘ্যের ফিচার প্রামাণ্যচিত্র: লার্নিং টু স্কেটবোর্ড ইন এ ওয়ারজোন (ইফ ইউ আর এ গার্ল)

সঙ্গীত (মৌলিক গান): (আই এম গো’না) লাভ মি এগেইন, ছবি- রকেট ম্যান
সঙ্গীত (মৌলিক স্কোর):জোকার

মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল: বোম্বশেল
সেরা কস্টিউড ডিজাইন: জ্যাকুলিন দুরান (লিটল ওম্যান)
ভিজ্যুয়াল ইফেক্ট : ১৯১৭
সেরা শব্দ মিশ্রণ : ১৯১৭
সেরা সিনেমাটোগ্রাফি:রজার ডিকিন্স (১৯১৭)
সেরা ছবি সম্পাদনা: ফোর্ড ভার্সাস ফেরারি

সেরা অ্যানিমেশন ছবি: টয় স্টোরি ৪
সেরা অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য: হেয়ার লাভ

সেরা মৌলিক চিত্রনাট্য: বুন, জুন হু (প্যারাসাইট)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: তাইকা ওয়েইটিটি (জোজো র‌্যাবিট)

লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য নেইবার্স উইনডো

দেশদর্পণ/এসজে