ড. শিমুল সাহাকে লাঞ্ছিত করার প্রতিবাদ যবিপ্রবি শিক্ষক সমিতির

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. শিমুল সাহাকে গত ৬ ফেব্রুয়ারি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজ শনিবার বিকেলে যবিপ্রবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ড. শিমুল সাহাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

কার্যনির্বাহী কমিটির সভায় জানানো হয়, ড. শিমুল সাহার বিরুদ্ধে যে ছাত্রী হেনস্তার অভিযোগ করেছিল, তা সর্বৈব মিথ্যা বলে ওই ছাত্রী ও তাঁর পিতা স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চেয়েছে। সুতরাং বিনা কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ড. শিমুল সাহার বিরুদ্ধে যে কল্পিত অভিযোগ আনা হয়, তা শিক্ষক সমিতির সভায় তীব্র নিন্দা জানানো হয়। ড. শিমুল সাহার বিরুদ্ধে এহেন মিথ্যা, বানায়োট, কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক অভিযোগ করার অর্থ পুরো শিক্ষক সমাজকেই হেয় প্রতিপন্ন করা। একজন মানুষ গড়ার কারিগরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত ঘটনা গোটা শিক্ষক সমাজে ক্ষোভের সঞ্চার করেছে। ড. শিমুল সাহাকে লাঞ্ছিত করার ঘটনা নিয়ে কেউ যেন নতুন করে অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটাতে পারে, এ জন্য শিক্ষক সমিতি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে।

দেশদর্পণ/যবি/এসজে