করোনা নয় সোয়াইন ফ্লু আতঙ্ক তাইওয়ানে: মৃতের সংখ্যা ৫৬

প্রাণঘাতী করোনাভাইরাসের হানায় চীনের মূল ভূখণ্ড ও এর বাইরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯২ জন।  কিন্তু চীন শাসিত অঞ্চল তাইওয়ানে নতুন করোনাভাইরাসের চেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করেছে সোয়াইন ফ্লু। গত তিন মাসে দেশটিতে এইচ১এন১ ভাইরাসের সংক্রমণে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে।

তাইওয়ান রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) বরাত দিয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে এশিয়ান ওয়ান।

খবরে বলা হয়, তাইওয়ানে এ পর্যন্ত ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও কারো মৃত্যু হয়নি। অন্যদিকে অঞ্চলটিতে গত তিন মাসে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এক সংবাদমাধ্যমের দাবি, গত সপ্তাহেই সোয়াইন ফ্লু’র কারণে মারা গেছেন ১৩ জন।
আরও পড়ুন: প্রাণঘাতী করোনা: একদিনেই সর্বোচ্চ মৃত্যু

সিডিসি চিকিৎসক লিন ইয়ুং-চিং জানান, গত ১ অক্টোবর থেকে ৭৭১ জন গুরুতর ইনফ্লুয়েঞ্জা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে।

শুধু তাইওয়ান নয়, যুক্তরাষ্ট্রে এ মৌসুমে ফ্লু আক্রান্ত হয়ে অন্তত ১৩শ’ মানুষের মৃত্যু হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এ তথ্য জানায়।

দেশদর্পণ/এসজে