শান্তিপূর্ণভাবে যশোর বোর্ডে এসএসসি পরীক্ষা সম্পন্ন

বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে সোমবার শুরু হয়েছে যশোর বোর্ডের এসএসসি পরীক্ষা।

যশোর বোর্ডের আওতায় ১০ জেলার ২ হাজার ৫২১ টি বিদ্যালয়ের ১ লাখ ৬১ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী ২৮৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্রী ৮১ হাজার ২৫ জন ও ছাত্র ৮০ হাজার ৬৭০ জন। পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত ২৪ হাজার ১৬৬ জন। এর মধ্যে মানবিক বিভাগের পরীক্ষার্থী ৯৭ হাজার ৫১৪জন, বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৩৭ হাজার ২৩৮জন ও বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী ২৬ হাজার ৯৪৩।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসার মোল্লা আমীর হোসেন জানান, পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এবার প্রক্রিয়াগত কারণে প্রশ্ন ফাঁসের কোন সম্ভাবনা নেই। এছাড়া ১১টি ভিজেলেন্স টিম যশোর বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলায় কাজ করছে।

দেশদর্পণ/একে/এসজে