তিন দফা দাবি: বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

তিন দফা দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্দ্যেগে যশোরে খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি যশোর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনে যশোর জেলা কমিটির সভাপতি যশোর জেলা জজ আদালতের নাজির নূর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাাংগাঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফজলুর রহমান ও যুগ্ম সম্পাদক আব্দুল হালিম।

অনুষ্ঠানে বক্তারা তাদের তিন দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে প্রথমত, দেশের অধঃস্তন আদালতে কর্মরত কর্মচারীগণকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী হিসেবে অর্ন্তভূক্ত করতঃ বিচারকগণের ন্যায় সহায়ক কর্মচারীদের ভাতা প্রদান। দ্বিতীয়ত, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যৈষ্ঠতার ক্রমানুসারে প্রতি ৫ বছর অন্তর অন্তর স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা। তৃতীয়ত, পদোন্নতির সুযোগ রেখে অধঃস্তন আদালতের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন ও স্কেল সমন্বয় করা।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ্ আলমের আহ্বানে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা জজ আদালতের নাজির সোহেল রানা, কুষ্টিয়ার তারিক আহমেদ রিংকু, মাগুরার বিকাশ কুমার ধর, নড়াইলের আবুল কালাম আজাদ, সাতক্ষীরার আব্দুল আলীম, বাগেরহাটের অমিত রায় প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতের নাজির বিপ্লব আহম্মেদ।