শার্শায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত

যশোরের শার্শায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ৮ দলীয় নকআউট “ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট”র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩টায় উপজেলার বালুন্ডা গ্রামের একটি মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি আয়োজন করেছেন উপজেলার ৫ নং পুটখালী ইউনিয়নের বালুন্ডা সূর্যদয় ক্রিকেট একাদশ। উপজেলার ৮টি ইউয়নের খেলোয়াড় দল পর্যায় ক্রমে অংশ গ্রহণ করে।

আজ ফাইনাল ম্যাচে “বেনাপোল পৌর ক্রিকেট একাদশ” বনাম “শার্শা ইউনিয়ন ক্রিকেট একাদশ” অংশ গ্রহণ করে।
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭২ আসন শূন্য

ফাইনাল খেলায় টসে জিতে বেনাপোল পৌর ক্রিকেট একাদশ ১০ উইকেট হারিয়ে ৭৫ রান করে। পরে শার্শা ইউনিয়ন ক্রিকেট একাদশ ১২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষায়ক সম্পাদক তৌহিদুর রহমান, বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন চন্দ্র, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি ফজলুর রহমান বিশ্বাস, ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজাহান গাজি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনারুল ইসলাম, জুনাইদ হোসেন, সাংবাদিক এম ওসমান, ইকরামুল ইসলাম ও টিটু মিলন প্রমূখ।

খেলায় মিডিয়া পার্টনার হিসাবে সার্বক্ষনিক সংবাদ প্রকাশ করে যশোর থেকে প্রকাশিত সুনামধন্য অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক দেশ দর্পণ”।

দেশদর্পণ/এমও/এসজে