জুতা পায়ে শহীদ মিনারে ছাত্রদল, বাধা দেয়ায় পুলিশ রক্তাক্ত

জুতা পায়ে শহীদ মিনারে উঠতে বাধা দেয়ায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ পুলিশের ওপর হামলা চালিয়েছে বগুড়ার ছাত্রদলের নেতাকর্মীরা।
এঘটনায় পাঁচ পুলিশ সদস্য হয়েছে। এসময় পুলিশের ওপর হামলার অভিযোগে ১১ ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (০১ জানুয়ারি) সকালে সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটায় ছাত্রদলের নেতা কর্মীরা।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ মিনারে জুতা পায়ে ছাত্রদলের নেতাকর্মীরা উঠে স্লোগান দিচ্ছিলেন। এ সময় তাদের নিষেধ করলে হঠাৎ পুলিশের ওপর হামলা করেন। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্য পারভেজ বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন। অন্য আহতরা চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান পুলিশের ওপর হামলার কথা অস্বীকার করে জানান, নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠানে যোগ দানের উদ্দ্যেশে নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হয়েছিলেন মাত্র। সেখানে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কথাকাটাকাটি হয়। কোনো হামলার ঘটনা ঘটেনি।

বগুড়া সদর থানা পুলিশের ওসি এস এম বদিউজ্জামান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।