লটারীর মাধ্যমে কৃষকরা পেল ধান বিক্রির সুযোগ

চৌগাছায় সরকারী ভাবে ধান ক্রয়ের জন্য কৃষকদের নিয়ে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। (১০ডিসেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই লটারী অনুষ্ঠিত হয়।

উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে মোট ১৮ হাজার ৭শ ৪৩ জন কৃষক সরকারী ভাবে ধান বিক্রয়ের জন্য আবেদন করেন। এরমধ্যে ১ হাজার ৮শ ৬৮ জন কৃষককে লটারীর মাধ্যমে মনোনীত করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।

আরো পড়ুন:
জেলা পরিষদের নির্দেশে ভেঙ্গে ফেলা হলো তিনতলা ভবন
ডিবি পুলিশের অভিযানে চোর চক্রের ৪ সদস্য আটক

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, তবিবুর রহমান খাঁন, শেখ আনোয়ার হোসেন, তোতা মিয়া, কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন, খাদ্য কর্মকর্তা আশরাফুজ্জামন প্রমুখ।

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা সালাউদ্দিন, খাদ্য সহকারী কর্মকর্তা পলাশ আহম্মেদ, আইসিটি কর্মকর্তা আতিকুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইউপি সদস্য ও কৃষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উন্মুক্ত লটারী কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান।খাদ্য কর্মকর্তা আশরাফুজ্জামান জানান,উপজেলার ১ হাজার ৮শ ৬৮ জন কৃষক সরকারী ভাবে ধান বিক্রয় করতে পারবে।

কৃষি অফিসারের মাধ্যমে কৃষকরা লটারীর বিষয়টি নিশ্চিত হবেন এবং প্রত্যেক কৃষক ২৬ টাকা কেজি দরে ১ মেট্রিকটন ধান খাদ্য গুদামে বিক্রির সুযোগ পাবেন।

ডিসেম্বর ১০, ২০১৯ at ১৯:৩৩:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মই/এজে