রাণীশংকৈলে প্রান্তিক কৃষকদের ধান ও ভুট্টা বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি হতে উন্নয়নশীল ধান ও ভুট্টা বীজ বিনামূল্যে প্রান্তিক ৩১৯ জন কৃষকদের মাঝে বিতরণ করা হয়। এ উপলক্ষে রাণীশংকৈল কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে পরিষদ চত্বরে বীজ বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজলো পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

আরো উপস্থিত ছিলেন ইউএনও মৌসুমী আফরিদা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, কৃষি অফিসার সজ্ঞয় দেবনাথসহ উপ সহকারি কষি অফিসারবৃন্দ।

আরও পড়ুন:
মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী যুবক গ্রেফতার
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কৃষি অফিসার বলেন, এটা খুবই উন্নত জাতের বীজ প্রতি বিঘা জমিতে ৪০ মন ধান এবং প্রতি বিঘা জমিতে ৫০ মন ভুট্টা উৎপাদন করা সম্ভব হবে এবং বর্তমান কৃষি বান্ধব সরকারের এটি চলমান যুগান্তকারী পদক্ষেপ।

ডিসেম্বর ৯, ২০১৯ at ১৬:১৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এইচকে/এআই