সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দবিরের ইন্তেকাল, দাফন সম্পন্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কামাল হোসেন দবির (৭৬) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গত দুদিন আগে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

দুপুরে দুইবারের নির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন দবিরের মরদেহ নেয়া হয় উপজেলা পরিষদ চত্ত্বরে তার দীর্ঘদিনের কর্মস্থল মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইওএনও), পদাধিকার বলে বর্তমানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শারমিন আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে শেষবারের মতো দেখতে যান।

বাদ আসর দৌলতপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বীর মুক্তিযোদ্ধার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার। এ সময় সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মানিক ঘোষ, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান চৌধুরী লোটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ এ জানাজা নামাজে অংশ নেন। পরে বাদ মাগরিব একই মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে দৌলতপুর থানা বাজারের গার্লস স্কুলপাড়ার কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন দবিরের দাফন সম্পন্ন হয়।

সদালাপী মুক্তিযোদ্ধা কামাল হোসেন দবিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দৌলতপুর থানা বাজারে তার বাড়ির আশপাশের মার্কেটের ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।

এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কামাল হোসেন দবিরের মৃত্যুতে ঢাকায় অবস্থানরত দৌলতপুর আসনের সংসদ সদস্য আ. কা. ম. সারওয়ার জাহান বাদশাহ্ গভীর শোক প্রকাশ করে তার অফিসিয়াল ফেসবুকে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরবিাররে প্রতি গভীর সমবদেনা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন দবির উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সবশেষ মেয়াদে নির্বাচিত কমান্ডার ছিলেন। এর আগেও একবার তিনি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নির্বাচিত হন।