বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। বুধবার (৪ ডিসেম্বর) সকালে শহরের প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক ডাঃ জহুরুল হক রাজার সভাপতিত্বে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।

আরও পড়ুন:
বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের বক্তব্য কথার কথা: ওবায়দুল কাদের
ঘূর্ণিঝড় কামুরি’র আঘাতে নিহত-১০

এসময় বক্তব্য রাখেন, জেলা বাসদের সভাপতি আব্দুল হাই তালুকদার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মির্জা ফারুক, সাবেক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আকতারুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, জেলা বাসদের আহবায়ক কমরেড নবকুমার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন প্রমুখ।

কর্মসূচীতে বক্তারা বলেন, অবিলম্বে প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, স্মার্ট প্রি-পেইড মিটার চালু, বিদ্যুত বিভাগের দূর্নীতি ও গ্রাহক হয়রানী বন্ধ করতে হবে। নাহলে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর হুশিয়ারী দেয়া হয়।

ডিসেম্বর ৪, ২০১৯ at ১৩:১০:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এআর/এআই