সিরাজগঞ্জে বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও নারী নির্যাতন রোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাল্যবিয়ে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতন রোধে ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, কাজি ও সুশীল সমাজের করনীয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।(০২ ডিসেম্বর) সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্নিমাগাতি ইউনিয়ন পরিষদের হলরুমে এই ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রায়হানা ইসলাম। পূর্নিমাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:
১৫ ডিসেম্বর পর্যন্ত পাম্প ধর্মঘট স্থগিত
বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু

উপজেলা চেয়ারম্যান গাজি শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া সার্কেল এসপি গোলাম রহমান প্রমূখ।

ক্যাম্পেইনে জেলার ঐ উপজেলার পূর্নিমাগাতি ইউনিয়নের সকল মসজিদের ইমাম, কাজি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেন।

০২ ডিসেম্বর,২০১৯  at ১৫:১৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আদিরা/এজে