সিরাজগঞ্জে পাথরবোঝাই ট্রাকে ফেনসিডিল, আটক ৩

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অভিযান চালিয়ে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ৩৯৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এসময় ট্রাকচালক ও তার সহযোগীসহ (হেলপার) তিনজনকে আটক করা হয়েছে।
(৩০নভেম্বর) শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সুপার প্রণব কুমার সরকার।
আটকরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ছাবার উদ্দিনের ছেলে মো. সাহেব  বাবু (২৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার হাতিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৬) ও একই উপজেলার শঠিবাড়ী শীতলগাড়ী এলাকার আল-আমিনের ছেলে মেহেদী হাসান (১৯)।

আরো পড়ুন:
কোটচাঁদপুরে বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত
শিবগঞ্জে খুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন

বিজ্ঞপ্তিতে প্রণব কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সয়দাবাদ রেলওয়ে স্টেশন গেটে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি অভিযান চালানো হয়।

সেসময় দিনাজপুর থেকে ঢাকামুখী পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি করে ৩৯৫ বোতল ফেনসিডিল করা হয় এবং ট্রাক চালকসহ ওই তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।

৩০ নভেম্বর, ২০১৯  at ১৭:৫২:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/আদরা/এজে