কেশবপুরের ইউএনওকে ষড়যন্ত্রমূলক অপসারণের প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানকে ষড়যন্ত্রমূলক ভাবে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলী করা হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা কর্তৃক আনীত অভিযোগের ভিত্তিতে খুলনা বিভাগীয় কমিশনার তাঁকে উক্ত স্থানে বদলী করেন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানকে ষড়যন্ত্রমূলক ভাবে অপসারণের প্রতিবাদে শনিবার দুপুরে উপজেলার সচেতন নাগরিকদের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে ত্রিমোহীনি মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. মিলন মিত্রের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক অসীদ মোদক, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব।

আরো পড়ুন:
মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন গড়ে তোলার আহবান
আগামীকাল শুরু প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা

আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কালীপদ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, কেন্দ্রীয় দলিত পরিষদের সমন্বয়কারী উজ্জ্বল কুমার দাস, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের রাজীব চৌধূরী, ইউপি সদস্য মৃণাল কুমার দাস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।

উল্লেখ্য উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা কর্তৃক আনীত অভিযোগের প্রেক্ষিতে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানকে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলী করা হয়।

নভেম্বর ১৬, ২০১৯ at ২৩:২৩:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এসআরএস/এএএম