রাজশাহী বিভাগের ৮ জেলায় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ শুরু

রাজশাহীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ শহীদ কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৩ নভেম্বর) সকালে শহীদ কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর আগে রাজশাহী বিভাগের আটটি জেলার সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। রাজশাহী কোর্ট বার অ্যাসোসিয়েশনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রাজশাহী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক একরামুল হকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক এ্যাড. আব্দুল বাসেত মজুমদার, যুগ্ম সম্পাদক ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিষ্টার ফজলে নূর তাপস।

আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি, এ্যাড. আজহারুল, ব্যারিষ্টার সুমন, এ্যাড. জুয়েল প্রমূখ। এছাড়া রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ থেকে আগত আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
গণফোরামে ভাঙনের পর এবার ভাঙছে জেএসডি
আজ (১৪ নভেম্বর) থেকে রাজশাহীতে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা, সভাপতি, সাধারণ সম্পাদকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়।

এ সময় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত রাজশাহী বার এ্যাসোসিয়েশন ভবনটি পুন:নির্মানের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক ৩ কোটি টাকার পাশকৃত বাজেট বাস্তবায়নের দাবি জানান আইনজীবীরা।

নভেম্বর ১৩, ২০১৯ at ২০:৫৮:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এমআর/এআই