ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টিপাত, দিশেহারা চৌগাছার কৃষক

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে হালকা ঝড় ও বৃষ্টিপাতের ফলে যশোরের চৌগাছায় হাজারো কৃষকের স্বপ্ন আমন ধান মাঠে পড়ে নষ্ঠ হচ্ছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় সব মাঠেরই একই চিত্র। ধান পাকার শেষ সময়ে হঠাৎ কারেন্ট পোকার আক্রমণ এবং তার সাথে ঝড় ও বৃষ্টিপাতের ফলে এ অঞ্চলের সাধারণ কৃষক

দিশেহারা হয়ে পড়েছে। সরেজমিন উপজেলার নারায়নপুর, বড়খানপুর, হোগলডাঙ্গা, কেসমতখানপুর, ফাসতলা, গুয়াতলি, হাজরাখানা,বাটিকামারি, গরিবপুর গ্রামের মাঠ গুলোতে যেয়ে দেখা যায়, সোজা হয়ে দাড়িয়ে থাকা ধান গুলো ঝড়ে পড়ে আছে। আবার কিছু কিছু জমির কাটা ধানের পরে বৃষ্টির পানি উঠে গেছে।

আরো পড়ুন:
আজ সারা দেশে পালিত হচ্ছে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী
রাজশাহীতে ধান কাটা শুরু, দাম নিম্মমুখী হওয়ায় হতাশ কৃষকরা

চাদপাড়া গ্রামের আলামিন বলেন,দুই তিন আগে ভালো আবহাওয়া দেখে ধান কেটে এখন বিপদে আছি। গরিবপুর গ্রামের পোহলাদ সাহা বলেন,ধান পাকার সময় হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমণে অনেক ধান নষ্ঠ হয়ে গেছে,তারপরেও হঠাৎ ঝড় ও বৃষ্টিপাতে ধানের ব্যাপক ক্ষতি হয়ে গেছে।

১১ নভেম্বর, ২০১৯  at ২১:০৭:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মই/এজে