ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে ৭ বাংলাদেশি আটক!

মঙ্গলবার (৫ নভেম্বর) নওগাঁর হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করছিল কিছু বাংলাদেশি নাগরিক ওই সময় সীমান্ত থেকে ৭ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটককৃত ব্যক্তিরা হলেন, পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর (২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল (৩০), একই গ্রামের লোকমানের ছেলে আজাদ (৩২), রফিকের ছেলে জহুরুল (৩২) ও সবুরদ্দিনের ছেলে হাকিম (৩৬)।

আরও পড়ুন:
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়!
নদীতে গোসলের নামে চলছে অস্ত্র চোরাচালান!

তথ্যসূত্রে জানা যায়, সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে সাত জনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভোরে ২৩১/১০ (এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

সেখানকার স্থানীয় বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, আমরাও বিভিন্ন মাধ্যমে তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা বলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নভেম্বর ৫, ২০১৯ at ১৬:০৭:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এসএন/এআই