শার্শায় ১৬ দলীয় নকআউট ভিত্তিক ফুটবলে উলাশী ইউনিয়ন চ্যাম্পিয়ান

শার্শা ৯ নং উলাশী ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যদের আয়েজনে ১৬ দলীয় নক আউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা ৪ টার সময় শার্শা ধলদা তবিবুর রহমান সরদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় উলাশী ইউনিয়ন পরিষদ ২-১ গোলে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

আরো পড়ুন:
বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
বেনাপোল সীমান্তে ইউএস ডলারসহ আটক-১

এসময় প্রধান অতিথি হিসেবে যশোর-১ (শার্শা) আসনের সংসদ শেখ আফিল উদ্দিন এমপি চ্যাম্পিয়ান পুরস্কার তুলে দেন উলাশী ইউনিয়নকে। এবং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদকে রানার্সআপ পুরস্কার তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, শার্শা থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ্দৌলা সরদার অলক, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ ।

নভেম্বর ০৫, ২০১৯ at ০০:২৮:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/এএএম