জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধার

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর (আগরপুর) ইউনিয়নের ভূতেরদিয়া কলেজ সংলগ্ন একটি জঙ্গল থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে পুতুল নামের এক নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানান, বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান।

পুতুলের (৪৮) বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন:
দীর্ঘ ৮ ঘণ্টা পর সচল হলো ঢাকা-ময়মনসিংহ রেলপথ
সাকিব ও অন্য ক্রিকেটারদের যেভাবে ফাঁদে ফেলেন জুয়াড়ি

ওসি মিজানুর রহমান বলেন, এক নারীর গোঙ্গানীর শব্দ পেয়ে পথচারীরা ওই জঙ্গলে গিয়ে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পুতুলকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতের মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নভেম্বর ১, ২০১৯ at ১১:৫৭:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/বিএন/এআই