দীর্ঘ ৮ ঘণ্টা পর সচল হলো ঢাকা-ময়মনসিংহ রেলপথ

দীর্ঘ ৮ ঘণ্টা অপেক্ষার পর স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকামুখী মহুয়া এক্সপ্রেসের ৪টি বগি ত্রিশালে লাইনচ্যুত হয়।

শুক্রবার (১ নভেম্বর) ভোর ৬টায় বগি উদ্ধার করলে একটি রুটে ট্রেন চলাচল শুরু হয়। লাইনচ্যুত বাকি দুটি বগি ও ট্রেনের ইঞ্জিন উদ্ধারে এখনো কাজ করছে উদ্ধারকারী দল।

আরও পড়ুন:
নিষেধাজ্ঞা শেষ হতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ
সাকিব ও অন্য ক্রিকেটারদের যেভাবে ফাঁদে ফেলেন জুয়াড়ি

রেলওয়ে পুলিশ এবং স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে মহুয়া এক্সপ্রেস ত্রিশালের ফাতেমা নগর রেলস্টেশনের কাছে পৌঁছালে বিকট শব্দে ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন।

নভেম্বর ১, ২০১৯ at ১১:৩৭:৩০ (GMT+ 06)
দেশদর্পণ/আহা/আক/এসএন/এআই