জিরো টলারেন্সের যুগেও র‌্যাবের উপর মাদক ব্যবসায়ীদের হামলা, গাঁজা ইয়াবাসহ আটক-১

রাজশাহী নগরীর উপকন্ঠ টাংগন এলাকায় মাদক বিরোধী অভিযান চলানোর সময় র‌্যাবের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা।

শনিবার দুপুর দেড়টার দিকে নগরীর উপকন্ঠ টাংগন পূর্বপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে র‌্যাব-৫, সদস্যরা জীবনের ঝুকি নিয়ে ধারালো হাসুয়াসহ জসিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

এ সময় তার কাছ থেকে চার কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জসিম ওই এলাকার আজিজুলের ছেলে।

স্থানীয়রা জানায় র‌্যাব-৫, সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে তারা পালানোর চেষ্টার করে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ধররে গেলে তাদের উপর ধারালো হাসুয়া দিয়ে আঘাত করে। হাসুয়ার কোপে লায়েন্স কর্পোরাল মোঃ মনির হোসেন নামের একজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন:
গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নির্বাচনে সভাপতি মকবুল সম্পাদক নান্নু
উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

এদিকে, র‌্যাব সদস্য আহত হওয়ার ঘটনায় স্থানীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা বলছে, জিরো টলারেন্সের যুগে আবারো প্রমান করলো এখনো মাদক ব্যবসায়ীরা বেপরোয়া। তারা আরো বলেন, হামলার পর জসিম ধরা পড়লেও পালিয়ে গেছে, টাংগন পূর্ব পাড়ার সাকিল ও ইউসুফপুর সিপাইপাড়া এলাকার মাসুম।

র্যাাব -৫ এর কর্মকর্তা এসপি মাইনুল ইসলাম জানায়, গতকাল শনিবার বিকাল পৌনে চার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় টাংগন পূর্ব পাড়া এলাকায় র‌্যাব সদস্যদের উপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এ সময় গাঁজা, ইয়াবা, নগদ ১৭ হাজার টাকা ও ধারালা হাসুয়াসহ জসিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলেও জানান এ কর্মকর্তা। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।

অক্টোবর ২৬, ২০১৯ at ১৯:৪৯:২৯ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/মারারা/এএএম