নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের দাবীতে সিপিবির মানববন্ধন

নদী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ের নতুন বন্দর বাধের মোড় এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কামারজানি ইউনিয়ন শাখা এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমস্যা সমাধানের দাবী জানান। সেই সাথে ক্ষতিগ্রস্তদের পুনর্বসনের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ সাধারণ সম্পাদক, মুরাদজ্জামান রব্বানি, দারিয়াপুর অঞ্চল পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাস্টার, কামারজানি অঞ্চল পার্টির সভাপতি এন্তাদুল হক প্রমুখ।

অক্টোবর ২৪, ২০১৯ at ১৮:৩৯:৩০ (GMT+06)
দেশদর্পণ/আহা/আক/তআ/ওআ